প্রশ্ন ০৫: তুমি যখন কাপড় পরিধান করবে, তখন কী বলবে?
উত্তর: الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة “সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোষাক পরিয়েছেন এবং আমাকে তা দান করেছেন আমার থেকে কোন প্রচেষ্টা ও শক্তি ছাড়াই। এটি আবূ দাউদ, তিরমিযী ও অন্যান্যরা বর্ণনা করেছেন।