প্রশ্ন ৪২: যদি কোন ব্যক্তি আশঙ্কা করে যে, কারো উপরে তার নজর লাগতে পারে, তাহলে সে কী দু‘আ পড়বে?

উত্তর: হাদীসে এসেছে: إذا رأى أحدكم من أخيه أو من نفسه، أو من ماله ما يعجبه، [فليدع له بالبركة] فإن العين حق “তোমাদের কেউ যখন তার ভাইয়ের কাছে, অথবা নিজের কাছে অথবা তার সম্পদে এমন কিছু দেখতে পায়, যা তার কাছে পছন্দনীয় হয় [সে যেন তার জন্য বরকতের দু‘আ করে], কেননা নজর লাগা সত্য।” এটি আহমাদ, ইবন মাজাহ ও অন্যান্যরা বর্ণনা করেছেন।