প্রশ্ন ২২: খাওয়া শেষ করে তুমি কী বলবে?

উত্তর: الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة “সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ খাদ্য খাওয়ালেন এবং আমাকে তা দান করেছেন আমার থেকে কোন প্রচেষ্টা ও শক্তি ছাড়াই।” এটি আবূ দাউদ, ইবন মাজাহ ও অন্যান্যরা বর্ণনা করেছেন।