উত্তর: আমি মুয়াযযিন যা বলে, তাই বলব। তবে যখন মুয়াযযিন حي على الصلاة (সালাতের দিকে এসো) এবং حي على الفلاح (কল্যাণের দিকে এসো) বলবে, তখন আমি বলব: لا حول ولا قوة إلا بالله (আল্লাহর কাছে ছাড়া কোন শক্তি এবং উপায় নেই)। মুত্তাফাকুন ‘আলাইহি।