উত্তর: بسم الله ولجنا، وبسم الله خرجنا، وعلى الله ربنا توكلنا “আল্লাহর নামে আমরা প্রবেশ করেছি,আল্লাহর নামেই বের হয়েছি, আর আমাদের রব আল্লাহর উপরেই আমরা ভরসা করেছি।” তারপরে পরিবারের সদস্যদেরকে সালাম দেবে। এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।