প্রশ্ন ০৮: সত্যবাদিতা (এর গুণ) কী?

উত্তর: কোন বস্তুর প্রকৃত অবস্থা অথবা কোন ঘটনার বাস্তবতার অনুকূলে সংবাদ প্রদান করা।

এর সূরত হচ্ছে:

মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে সত্য বলা।

ওয়াদার ক্ষেত্রে সত্যবাদিতা রক্ষা করা।

প্রতিটি কথা ও কাজে সত্যবাদিতা রক্ষা করা।

নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন: إنَّ الصِّدقَ يَهْدي إلى البِرِّ، وإنَّ البِرَّ يَهْدي إلى الجنَّةِ، وإنَّ الرَّجلَ لَيَصْدُقُ حتَّى يكونَ صِدِّيقًا “সত্যবাদিতা কল্যাণের পথ দেখায়, কল্যাণ জান্নাতের পথ দেখায়। এক ব্যক্তি সত্য বলতে থাকে, এক পর্যায়ে সে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে পরিগণিত হয়ে থাকে।” মুত্তাফাকুন ‘আলাইহি।