প্রশ্ন ০৫: ইহসানের বিপরীত কী?

উত্তর: ইহসানের বিপরীত হচ্ছে: খারাপ আচরণ করা।

* যার মধ্যে অন্যতম হচ্ছে: আল্লাহ তা‘আলার ইবাদাতের ক্ষেত্রে ইখলাস নষ্ট করা।

* পিতামাতার নাফরমানি করা।

* আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা।

* প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করা।

* ফকীর-মিসকীনদের সাথে ভাল ব্যবহার না করা, এছাড়াও অন্যান্য খারাপ কথা ও কাজ।