প্রশ্ন ০৪: ইহসান কী এবং সূরতগুলো কী কী?

উত্তর: ইহসান: সর্বদা আল্লাহ তা‘আলার তত্ত্বাবধানের খেয়াল রাখা, কল্যাণে নিয়োজিত থাকার পাশাপাশি মাখলূকের সাথে উত্তম আচরণ করা।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ “নিশ্চয় আল্লাহ প্রতিটি বস্তুর উপরে ইহসানকে ওয়াজিব হিসেবে লিপিবদ্ধ করে দিয়েছেন।” এটি মুসলিম বর্ণনা করেছেন।

ইহসানের কতিপয় সূরতসমূহ:

- আল্লাহ তা‘আলার ইবাদাতের ক্ষেত্রে ইহসান, আর এটি হচ্ছে: ইবাদাতের ক্ষেত্রে ইখলাস নিশ্চিত করা।

- পিতা-মাতার প্রতি ইহসান, এটি কথা ও কাজের (নম্রতার) মাধ্যমে।

- আত্মীয়-স্বজনদের প্রতি ইহসান।

- প্রতিবেশীর প্রতি ইহসান করা।

- ইয়াতিম-মিসকীনদের প্রতি ইহসান।

- তোমার সাথে খারাপ আচরণকারীর সাথে ইহসান।

- কথার মধ্যে ইহসান।

- বিতর্কের মধ্যে ইহসান।

- প্রাণীদের প্রতি ইহসান করা।