প্রশ্ন ২৯: হারাম কতিপয় কথা-বার্তার পরিচয় উল্লেখ কর।

উত্তর: যেমন: - অভিশাপ দেওয়া এবং গালি দেওয়া।

- কোন মানুষ কর্তৃক (অন্যকে) “জানোয়ার” বা অনুরূপ কোন কথা বলা।

- অথবা কোন অশ্লীল ও নির্লজ্জ কথা উল্লেখ করা।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগুলোর প্রত্যেকটি থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন: ليس المؤْمِنُ بالطَّعَّانِ، ولا اللَّعَّانِ، ولا الفاحِشِ، ولا البَذيءِ “মুমীন খোঁটা দানকারী, অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।” এটি তিরমিযী ও ইবনু হিব্বান বর্ণনা করেছেন।