প্রশ্ন ২৬: তাজাসসুস (গোয়েন্দাগিরি) কাকে বলে?

উত্তর: মানুষের দোষ-ত্রুটি এবং গোপনীয়তা খুঁজে বেড়ানো এবং তা প্রকাশ করে দেওয়া।

এর হারাম সূরত হচ্ছে:

- মানুষের ঘরে তাদের গোপন বিষয় অনুসন্ধান করা।

- কোন দল বা ব্যক্তি বিশেষের কথা তাদের অজ্ঞাতসারে (আঁড়ি পেতে) শোনা।

আল্লাহ তা‘আলা বলেছেন: وَلَا تَجَسَّسُوا ... “তোমরা গোয়েন্দাগিরি করো না...” [সূরা আল-হুজুরাত: ১২]