প্রশ্ন ০২: আমরা কেন ইসলামী আখলাক মেনে চলব?

উত্তর: ০১- কেননা এটা আল্লাহ তা‘আলার মুহাব্বাতের কারণ।

০২- এবং সৃষ্টিজগতের ভালবাসার কারণ।

০৩- এটি মীযানে সবচেয়ে বেশী ভারী বস্তু।

০৪- আমলের পুরষ্কার ও সওয়াব উত্তম চরিত্রের মাধ্যমে বৃদ্ধি পায়।

০৫- ঈমানের পূর্ণতার আলামত।