প্রশ্ন ০৯: ইলম অন্বেষণের আদবসমূহ বর্ণনা কর।

উত্তর: ০১- আল্লাহ তা‘আলার জন্য ইখলাস সহকারে (শিক্ষা করব)

০২- যে ইলম শিখলাম সে অনুযায়ী আমল করব।

০৩- শিক্ষককে তার উপস্থিতি ও অনুপস্থিতিতে সম্মান এবং সমীহ করব।

০৪- তার সামনে আদবের সাথে বসব।

০৫- আমি চুপ করে তার কথা শুনব এবং তার পাঠদানের মধ্যে কথা বলব না।

০৬- প্রশ্ন করার মাধ্যমে তার কাছ থেকে জেনে নেব।

০৭- তাকে নাম ধরে ডাকব না।