প্রশ্ন ০৭: অতিথী ও আতিথেয়তার আদবগুলো কী কী?

উত্তর: ০১- কেউ আতিথেয়তার আহ্বান করলে আমি তাতে সাড়া দেব।

০২-কারো সাক্ষাৎ করতে চাইলে তার থেকে অনুমতি ও সময় চেয়ে নেব।

০৩- কারো বাড়িতে বা আবাসে প্রবেশের আগে অনুমতি নিব।

০৪- সাক্ষাৎকে বিলম্ব করব না।

০৫- তার পরিবারের লোকদের (বিশেষত নারী) থেকে দৃষ্টি অবনমিত রাখবো।

০৬- সুন্দর ভাষা ও হাঁসিমুখে অতিথিদেরকে স্বাগত জানাব এবং তাদেরকে সুন্দরভাবে অভিবাদন জানাব।

০৭- অতিথিদেরকে সুন্দর স্থানে বসাব।

০৮- খাদ্য ও পানীয়ের মাধ্যমে আতিথেয়তা করব।