উত্তর: ০১- (আল্লাহ ও রাসূলের) অবাধ্যতা ছাড়া পিতামাতার অনুগত হওয়া।
০২- পিতামাতার খিদমত করা।
০৩- পিতামাতাকে সহযোগিতা করা।
০৪- পিতামাতার প্রয়োজন পূর্ণ করা।
০৫- তাদের জন্য দু‘আ করা।
০৬- কথার মধ্যে আদব রক্ষা করা, তাদেরকে উফ্ শব্দটিও না বলা, যেটি সবচেয়ে অল্প কথা।
০৭- পিতামাতার মুখে হাঁসি ফোটানো, আমি তাদের প্রতি ভ্রুকুটি করব না।
০৮- আমি আমার কণ্ঠকে পিতামাতার কণ্ঠের উপরে উঁচু করব না। তাদের দিকে মনোযোগ দেব। তাদের কথার মাঝে কথা বলব না। তাদেরকে নাম ধরে ডাকব না। বরং আমি বলব: “আমার পিতা” বা “আমার মা।”
০৯: তারা ঘরে অবস্থান করার সময়ে তাদের কাছে প্রবেশ করলে অনুমতি নেব।
১০- পিতামাতার হাত ও মাথা চুম্বন করব।