প্রশ্ন ২২: খেলাধুলার আদবসমূহ উল্লেখ কর।

উত্তর: ০১- খেলাধুলার দ্বারা আমি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি লাভের শক্তি অর্জন করার নিয়ত করব।

০২- আমরা সালাতের সময়ে খেলা করব না।

০৩- ছেলেরা মেয়েদের সাথে কোন খেলাতে অংশগ্রহণ করব না।

০৪- আমার সতর ঢাকা থাকবে এমন পোষাক পরে খেলাধুলা করব।

০৫- হারাম খেলাধুলা থেকে বিরত থাকব, যেমন: চেহারাতে আঘাত করা অথবা সতর উন্মুক্ত করা হয়, এমন খেলাধুলা।