প্রশ্ন ০২: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব (শিষ্টাচার) কেমন হবে?

উত্তর ০১: তার অনুসরণ ও অনুকরণ করা।

০২- তার আনুগত্য করা।

০৩- তার অবাধ্য না হওয়া।

০৪- তিনি যেসব সংবাদ দিয়েছেন, তা মনে প্রানে বিশ্বাস করা।

০৫- তার সুন্নাতের মধ্যে কোন কিছু বৃদ্ধি করে বিদ‘আত তৈরী না করা।

০৬- নিজের থেকে এবং সকল মানুষ থেকে তাকে অধিক মহব্বত করা।

০৭- তার সম্মান করা, সাহায্য করা এবং তার সুন্নাতের সহযোগিতা করা।