প্রশ্ন ১৫: রাস্তার আদবসমূহ কী কী?

উত্তর: ০১- রাস্তার ডান দিক দিয়ে এবং ভারসাম্য বজায় রেখে বিনয়ের সাথে চলব।

০২- যার সাথে আমার সাক্ষাৎ হবে, তাকে সালাম প্রদান করব।

০৩- আমার চোখকে অবনমিত রাখব আর কাউকে কষ্ট দেব না।

০৪- সৎ কাজে আদেশ ও অসৎ কাজে মানুষকে নিষেধ করব।

০৫- রাস্তা থেকে কষ্টকর বস্তু সরিয়ে ফেলব।