প্রশ্ন ১৩: পোশাক পরিধানের কতিপয় আদব উল্লেখ কর।

উত্তর: ০১- আমি ডান দিক থেকে আমার কাপড় পরা শুরু করব আর আল্লাহর প্রশংসা করব।

০২- আমি দুই টাখনুর নিচে কাপড়কে প্রলম্বিত করব না।

০৩- ছেলেরা মেয়েদের পোষাক এবং মেয়েরা ছেলেদের পোষাক পরবে না।

০৪- কাফির অথবা ফাসিক ব্যক্তিদের সাথে কাপড়ের সাদৃশ্য রাখব না।

০৫- কাপড় খোলার সময়ে আল্লাহর নাম স্মরণ করব।

০৬- জুতা/সেন্ডেল পরিধানের সময়ে আগে ডান পা এবং পরে বাম পা প্রবেশ করাব।