প্রশ্ন ১১: ঘুমের আদবসমূহ উল্লেখ কর।

উত্তর: ০১- আমি দ্রুত ঘুমাবো।

০২- পবিত্র অবস্থায় ঘুমাবো।

০৩- পেটের উপরে ভর করে ঘুমাব না।

০৪- আমি আমার ডান পাশের উপরে এবং আমার ডান হাত আমার ডান গালের নিচে রাখব।

০৫- বিছানা ঝেড়ে নেব।

০৬- আয়াতুল কুরসী, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিনবার পড়ব এবং ঘুমানোর যিকিরসমূহ পাঠ করব। আর বলব: «باسمك اللهم أموت وأحيا».

“হে আল্লাহ, আমি আপনার নামেই মৃত্যবরণ করি আর আপনার নামেই জীবিত হই।”

০৭- আমি ফজরের সালাতের জন্য জাগ্রত হব।

০৮- ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলব: «الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور».

“সকল প্রশংসা তাঁরই, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করেছেন, আর তার কাছেই প্রত্যাবর্তন।”