উত্তর: ০১- আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলাকে যথার্থ মর্যাদা দেওয়া।
০২- একনিষ্টভাবে আল্লাহ তা‘আলার ইবাদাত করা, তিনি একক, যার কোন শরীক নেই।
০৩- তাঁর আনুগত্য করা।
০৪- তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা।
০৫- আল্লাহর অসংখ্য নি‘আমাত ও অনুগ্রহের উপরে প্রশংসা ও শুকরিয়া আদায় করা।
০৬- তাঁর প্রদত্ত তাকদীরের উপরে সবর করা।