প্রশ্ন ১৫: সূরা আল-ইখলাস পাঠ কর এবং তা ব্যাখ্যা কর।

উত্তর: সূরা আল-ইখলাস এবং তার ব্যাখ্যা:

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ রহমান ও রহীম আল্লাহর নামে।

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়, (১) اللَّهُ الصَّمَدُ আল্লাহ হচ্ছেন সামাদ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী); (২) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, (৩) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ এবং তাঁর সমতুল্য কেউই নেই।” (৪) [সূরা আল-ইখলাস: ১-৪]

তাফসীর:

১- قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ “বলুন, তিনি আল্লাহ, এক-অদ্বিতীয়,”: হে রাসূল, আপনি বলুন: তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই।

২- اللَّهُ الصَّمَدُ “আল্লাহ হচ্ছেন সামাদ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী);”: যার কাছে সৃষ্টিজগতের প্রয়োজনসমূহ উপস্থিত করা হয়।

৩- لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ “তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি,”: সুমহান পবিত্র সত্তা তিনি, যার কোন সন্তানও নেই আর নেই কোন পিতাও।

৪- وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ “এবং তাঁর সমতুল্য কেউই নেই।”: আর তার সৃষ্টির মধ্য হতে কোন বস্তুই তাঁর মত নয়।