প্রশ্ন ৩১: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতকে কীসের উপরে রেখে গেছেন?
উত্তর: তার উম্মাতকে তিনি শুভ্র পথের (সুষ্পষ্ট দলিলের) উপরে রেখে গেছেন, যার রাত তার দিনের মতই, ধংসে নিপতিত ব্যক্তি ছাড়া কেউই সেখান থেকে বিচ্যুত হয় না, উম্মাতের জন্য প্রতিটি কল্যাণের কথাই তিনি ইঙ্গিত করেছেন, আর প্রতিটি অকল্যাণ থেকেও সতর্ক করেছেন।