উত্তর: ছেলে সন্তান তিনজন:
আল-কাসিম, তার নামেই রাসূলের উপনাম ছিল,
আব্দুল্লাহ
এবং ইবরাহীম।
কন্যা সন্তান:
ফাতিমাহ,
রুকাইয়াহ,
উম্মু কালছূম
এবং যাইনাব।
ইবরাহীম ব্যতীত তার প্রতিটি সন্তানই খাদীজাহ রদিয়াল্লাহু আনহার গর্ভ হতে জন্ম গ্রহণ করেছিল, আর ফাতিমাহ ছাড়া সকলেই তার পূর্বেই মারা গিয়েছেন, আর ফাতিমাহ (তার ওফাতের) ছয়মাস পরে মারা গিয়েছিলেন।