প্রশ্ন ১৬: তার রিসালাতের উপরে সর্বপ্রথম কে ঈমান এনেছিলেন?

উত্তর: পুরুষদের মধ্য হতে: আবূূূূূূূূূূূ বাকর, নারীদের মধ্য হতে: খাদীজাহ বিনতু খুওয়াইলিদ, বালকদের মধ্য হতে: আলী ইবনু আবী ত্বালিব, মুক্তদাসদের মধ্য হতে: যাইদ ইবনু হারিছাহ, দাসদের মধ্য হতে: বিলাল হাবশী রদিয়াল্লাহু আনহুম আজমা‘ঈন সহ আরো অনেকে।