উত্তর: আল্লাহ তা‘আলা বলেছেন: ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ “পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন (১)–” خَلَقَ ٱلۡإِنسَـنَ مِنۡ عَلَقٍ “সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত হতে (২)” ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ 3 “পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত। (৩)” ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ 4 “যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। (৪)” عَلَّمَ ٱلۡإِنسَـنَ مَا لَمۡ يَعۡلَمۡ 5 “শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (৫)” [সূরা আল-‘আলাক: ১-৫]