প্রশ্ন ১৪: অহী নাযিলের পূর্বে তার অবস্থা কেমন ছিল? আর কখন তার উপরে প্রথমবারের মত অহী নাযিল হয়েছিল?

উত্তর: তিনি খাদ্য সামগ্রী নিয়ে হেরা গুহাতে যেয়ে আল্লাহর ইবাদাত করতেন।

আর এরপরে তার কাছে অহী নাযিল হয়, তখনও তিনি গুহার মধ্যে ইবাদাত করছিলেন।