প্রশ্ন ৬: অযুর সুন্নাতসমূহ কী এবং এদের সংখ্যা কতটি?

উত্তর: অযুর সুন্নাতসমূহ: এগুলো হচ্ছে, যদি অযুকারী তা করে, তাহলে বেশী বিনিময় ও সাওয়াব পাবে। আর যদি ছেড়ে দেয়, তাহলে তার কোন গুনাহ হবে না এবং তার অযু সহীহ।

১. তাসমিয়াহ: বিসমিল্লাহ বলা।

২. মিসওয়াক করা।

৩. হাত কব্জি পর্যন্ত ধোয়া।

৪. আঙ্গুল খিলাল করা।

৫. অঙ্গসমূহকে দ্বিতীয় বা তৃতীয়বার ধোয়া।

৬. ডানদিক থেকে শুরু করা।

৭. অযুর পরে দু‘আ (যিকর) করা: أشْهَدُ أنْ لا إلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وأشهدُ أنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনিই একক যার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।”

৮. অযুর পর দুই রাকাত সালাত আদায় করা।