প্রশ্ন ৪৩: হজ্জের রুকনসমূহ উল্লেখ কর।

উত্তর: ০১- ইহরাম।

০২- আরাফায় অবস্থান করা।

০৩- তাওয়াফে ইফাদ্বাহ করা।

০৪- সাফা ও মারওয়ার মধ্যে সা‘ঈ করা।