উত্তর: ১- দ্রুত ইফতার করা।
২- সাহরী খাওয়া এবং তাতে বিলম্ব করা।
৩- উত্তম কাজ ও ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দেওয়া।
৪- কেউ গালি দিলে এ কথা বলা: আমি সিয়াম পালনকারী।
৫- ইফতারের সময়ে দু‘আ করা।
৬- তাজা খেজুর দ্বারা অথবা শুকনা খেজুর দ্বারা ইফতার করা, যদি তা না পাওয়া যায়, তবে পানি দ্বারা (শুরু করা)।