প্রশ্ন ৩২: জুমু‘আর দিনের সুন্নাতগুলো উল্লেখ কর।

উত্তর:

১- গোসল করা।

২- সুগন্ধি মাখা।

৩- সুন্দর কাপড় পরিধান করা।

৪- সকাল সকাল মসজিদে গমন করা।

৫- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশী বেশী দরুদ পাঠ করা।

৬- সূরা কাহফ তিলাওয়াত করা।

৭- হেঁটে মসজিদে গমন করা।

৮- দু‘আ কবুল হওয়ার সময়ের অন্বেষণ করা।