প্রশ্ন ২৭: সুনানে রাতিবাহ কাকে বলে? এর ফযীলত কী?

উত্তর: ফজরের পূর্বে দুই রাকাত ।

যোহরের আগে চার রাকাত।

যোহরের পরে দুই রাকাত।

মাগরিবের পরে দুই রাকাত।

ইশার পরে দুই রাকাত।

এর ফযীলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: من صلى في اليوم والليلة اثنتي عشرة ركعة تطوعاً بنى الله له بيتاً في الجنة “যে ব্যক্তি দিন-রাতে ১২ রাকাত (অতিরিক্ত) সালাত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ী তৈরী করবেন।” ইমাম আহমাদ, মুসলিম ও অন্যান্যরা এটি বর্ণনা করেছেন।