প্রশ্ন ২২: সালাতের ওয়াজিবসমূহ কী কী?

উত্তর: সালাতের ওয়াজিব আটটি, যেমন:

১- তাকবীরে তাহরীমা ব্যতীত সকল তাকবীর।

২- ইমাম ও একাকী সালাত আদায়কারী উভয়ের ক্ষেত্রে “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” (سمع الله لمن حمده) বলা।

৩- “রব্বানা- ওয়া লাকাল হামদ” (ربنا ولك الحمد) বলা।

৪- রুকুতে কমপক্ষে একবার “সুবহানা রব্বিয়াল ‘আযীম” (سبحان ربي العظيم) বলা।

৫- সিজদাতে কমপক্ষে একবার “সুবহানা রব্বিয়াল ‘আলা” (سبحان ربي الأعلى) বলা।

৬- দুই সিজদার মাঝখানে “রব্বিগফিরলী” (رب اغفر لي) বলা।

৭- প্রথম তাশাহহুদ।

৮- প্রথম তাশাহুদের জন্য বসা: