প্রশ্ন ২০: সালাতের শর্তসমূহ উল্লেখ কর।

উত্তর: ১- মুসলিম হওয়া: সুতরাং কাফির ব্যক্তির সালাত শুদ্ধ নয়।

২- বিবেক সম্পন্ন হওয়া: পাগলের সালাত শুদ্ধ নয়।

৩- ভালো-মন্দের পার্থক্য করার ক্ষমতা থাকা: সুতরাং ছোট মানুষ (নাবালক) যার ভালো মান্দের বিচার শক্তি নেই, তার ওপর সালাত ফরয নয়।

৪- নিয়ত করা।

৫- ওয়াক্ত হওয়া

৬- অপবিত্রতা দূর করে পবিত্রতা অর্জন করা।

৭- নাপাকী থেকে পবিত্রতা অর্জন করা।

৮- সতর ঢাকা।

৯- কিবলামুখী হওয়া।