প্রশ্ন ১৯: রাত ও দিনে মুসলিমের উপরে কত রাকাত সালাত ফরয? আর প্রতিটি সালাতের রাকাত সংখ্যা কত?

উত্তর: দিন ও রাতে মোট পাঁচ ওয়াক্ত সালাত। ফজর: দুই রাকাত, যোহর: চার রাকাত, আসর: চার রাকাত, মাগরিব: তিন রাকাত এবং ইশা: চার রাকাত।