প্রশ্ন ১৭: সালাতের হুকুম কী?

উত্তর: প্রতিটি মুসলিমের উপরে সালাত আদায় করা ফরয।

আল্লাহ তা‘আলা বলেন, إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا “নিশ্চয় সালাত মুমিনদের ওপর ওয়াক্তের মধ্যে আদায় করা ফরয।” [সূরা আন-নিসা, আয়াত: ১০৩]