প্রশ্ন ১১: চামড়ার মোজাদ্বয় (الخفين) ও অন্যান্য মোজাদ্বয় (الجوربين) বলতে কী বোঝায়? তাদের উপরে কী মাসেহ করা যায়?

উত্তর: চামড়ার মোজাদ্বয় (الخفين): চামড়ার তৈরী যা পায়ে পরিধান করা হয়।

সাধারণ (অন্যান্য) মোজাদ্বয় (الجوربين): চামড়ার তৈরী নয়, এমন যা পায়ে পরিধান করা হয়।

দুই পা ধোয়ার পরিবর্তে মাসেহ করা জায়িয।