উত্তর: তাওহীদের কালিমা হচ্ছে: لا إله إلا الله বা আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই, এ কথার অর্থ: আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই।
আল্লাহ তা‘আলা বলেছেন: فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ “জেনে রেখ, আল্লাহ্ ব্যতীত অন্য কোন সত্য মাবুদ নেই...।” [সূরা মুহাম্মাদ, আয়াত: ১৯]