প্রশ্ন ২৫: সাহাবী কারা? আমি কী তাদেরকে ভালোবাসবো?

উত্তর: সাহাবী: প্রত্যেক এমন ব্যক্তি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি ঈমান অবস্থায় দেখেছেন এবং ইসলামের উপরে (থাকা অবস্থায়) মারা গিয়েছেন।

- আমরা তাদেরকে ভালোবসাবো এবং অনুসরণ করবো, নবীগণের পরে তারাই অতি উত্তম ও সম্মানি মানুষ।

তাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছেন: চার খলীফা:

আবূ বাকর রাদিয়াল্লাহু ‘আনহু,

উমার রাদিয়াল্লাহু আনহু,

উছমান রাদিয়াল্লাহু ‘আনহু এবং

আলী রাদিয়াল্লাহু ‘আনহু।